ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

সিনথিয়ার গানে ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
সিনথিয়ার গানে ফেরা সিনথিয়া

পাঁচ বছর পর গানে ফিরলেন সিনথিয়া। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হচ্ছে তার নতুন একক অ্যালবাম।

এর নাম রাখা হয়েছে ‘তোমাকে ভুলিনি’। এটি বাজারে আনছে অগ্নিবীণা।

অ্যালবামে গান আছে মোট আটটি। এগুলোর কথা লিখেছেন পঞ্চম, আনান, প্রিন্স আলাম, মাহমুদ আকাশ, এ মিজান। সুর করেছেন পঞ্চম, আনান, জে.কে ও এফএ সুমন। গানগুলোর রেকর্ডিং হয়েছে গানের আড়ত, প্রোমিক্স স্টুডিও এবং বাজনায়।

সিনথিয়া বলেছেন, ‘হঠাৎ থেমে যাওয়া গানবিহীন দিনগুলোতে মাঝে মাঝেই মনে হতো কতোদিন গান করি না। কত্তোদিন গুনগুনিয়ে গান শোনানো হয় না কাউওকে। সময়ের ঝরাপাতায় পাঁচটি বছর চলে গেছে, গাওয়া হয়নি আমার। হঠাৎ এক বিকেলে মনে হলো নতুন কিছু গান গাই। এই অ্যালবামের গানগুলো সেই বিকেল-ভাবনারই সুর। ’

এর আগে সিনথিয়ার একক অ্যালবাম প্রকাশ হয়েছে তিনটি। এগুলো হলো ‘কেনো দূরে থাকো’, ‘মনে যারে চায়’ এবং ‘সিনথিয়া’। এ ছাড়া তিনি প্রায় ৪০টি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন।

* তোমাকে ভুলিনি’ গানের ভিডিও:


* ‘তুমি ছাড়া হায় এই রাত’ গানের ভিডিও:


বাংলাদেশ সময় : ১১৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।