ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

মৃত্যুকে জয় করে লিসার ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
মৃত্যুকে জয় করে লিসার ফেরা লিসা রে

কানাডিয়ান মডেল-অভিনেত্রী লিসা রে অনেকের জন্য অনুপ্রেরণার সূত্র হতে পারেন। ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই করেও হার মানেননি তিনি।

প্রতিকূলতা পেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। সুখবর হলো, বলিউডের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

জন্মদিনের এক সপ্তাহ পর গত ৫ এপ্রিল টুইটারে লিসা জানান, ‘ইশক ফরএভার’ নামের ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন রাজ সিপ্পির ছেলে সমীর সিপ্পি। চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় এর দৃশ্যধারণ শুরু হবে। এতে লিসার সহশিল্পী কৃষ্ণ চতুর্বেদি এবং মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি বিজয়ী রুহি সিং। সংগীত পরিচালনা করবেন নাদিম (নাদিম-শ্রাবণ জুটির)।

এদিকে এবারের জন্মদিন ফিলিপাইনে কাটাতে চেয়েছিলেন লিসা। কিন্তু টাইফুন মেসাক আঘাত আনার আশঙ্কায় তিনি গেছেন হংকংয়ে।

২০০১ সালে ‘কসুর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় লিসার। পরের বছর তিনি অভিনয় করেন তেলেগু ছবি ‘টক্করি ডঙ্গা’য়।

* ‘কসুর’ ছবির গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।