ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের বিরুদ্ধে বিমানে মারামারির অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
সালমানের বিরুদ্ধে বিমানে মারামারির অভিযোগ সালমান খান

সমস্যা আর ঝামেলার আরেক নাম যে সালমান খান তা আবার প্রমাণ হলো। এবার নতুন মামলার গ্যাড়াকলে পড়েছেন তিনি।

তার বিরুদ্ধে শারীরিক হেনস্থা, মারধর ও ডাকাতির অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার অভিযুক্ত তালিকা থেকে বাদ যাননি তার দেহরক্ষী বিশালও।

অভিযোগ রয়েছে, গত বছরের ৪ নভেম্বর মুম্বাই থেকে জেট এয়ারওয়েজে চড়ে দিল্লিতে যাওয়ার সময় সালমান ও তার দেহরক্ষী দুর্নীতি-বিরোধী আন্দোলনের কর্মী রবীন্দ্র দ্বিবেদীকে মারধর এবং গালিগালাজ করেন। এমনকি তার কাছ থেকে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ক‍াগজপত্র কেড়ে নেওয়ার জন্য দেহরক্ষীকে নির্দেশন দেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

ওই ঘটনার পর স্থানীয় একটি আদালতে যান দ্বিবেদী। এর পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে বিমানবন্দর থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাই উচ্চআদালতের ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।

এদিকে আগে থেকেই ১৯৯৮ সালে রাজস্থানে হরিণ শিকার এবং ২০০২ সালে গাড়ি চাপা দিয়ে পথচারীকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার অভিযোগে মামলা চলছে সালমানের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
বিএসকে/ জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।