ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে ‘ঘাসফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
পহেলা বৈশাখে ‘ঘাসফুল’

আকরাম খান পরিচালিত প্রথম ছবি ‘ঘাসফুল’ মুক্তি পাচ্ছে এবারের পহেলা বৈশাখে। আগামী ১৪ এপ্রিল থেকে এটি চলবে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।

এতে অভিনয় করেছেন কাজী আসিফ, শায়লা সাবি, তানিয়া বৃষ্টি, নায়লা আজাদ নুপুর ও মানস বন্দ্যোপাধ্যায়।

ছবিটির দৃশ্যধারণ হয়েছে কুষ্টিয়ায়। এর কাহিনী লিখেছেন আকরাম খান। তার সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন লায়লা আফরোজ ও মশিউল আলম। সংগীত পরিচালনায় সানী জুবায়ের।

ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিকস সিনেমার আওতায় নির্মিত ছবিটি গত ১ ডিসেম্বর বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। আকরাম খান বলেছেন, ‘নব্বই দশকের মধ্যবিত্ত বাঙালি জীবনকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা দেখলে সবাই স্মৃতিকাতর হবেন। ’

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।