ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ঘর ভেঙেছে শিমুল-নাদিয়ার

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
ঘর ভেঙেছে শিমুল-নাদিয়ার মনির খান শিমুল ও নাদিয়া

অভিনয়শিল্পী মনির খান শিমুল ও নাদিয়া আহমেদ আর এক ছাদের নিচে নেই। জনপ্রিয় এ দুই তারকার বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে।

সম্প্রতি আইনি প্রক্রিয়ায় তাদের তালাক সম্পন্ন হয়েছে।

কয়েকটি সূত্রে জানা গেছে, দুই বছর ধরে শিমুল ও নাদিয়ার মধ্যে বনিবনা হচ্ছিল না। এ কারণে নাদিয়া কিছুদিন আলাদা থেকেছেন। কিন্তু ভালোবাসার টানে আবার শিমুলের সংসারে ফিরে যান তিনি। কিন্তু তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এ কারণে বিচ্ছেদে যেতে হলো তাদেরকে।

শিমুল-নাদিয়া ২০০৩ সালে একে অপরের প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে বিয়ের বন্ধনে জড়ান দু’জনে। গত বছরের মাঝামাঝি তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। কিন্তু গণমাধ্যমের কাছে বরাবরই তা গোপন রেখেছিলেন তারা।

এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘বিয়ে বিচ্ছেদ খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমি চাইনি, এ নিয়ে খবর প্রকাশিত হোক। ’

নাদিয়া এখন মৌলভীবাজারে অবস্থান করছেন। সেখানে পারভেজ আমিনের পরিচালনায় দুটি নাটকের কাজ করছেন তিনি। এগুলোতে তার সহশিল্পী রিয়াজ ও ইন্তেখাব দিনার।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।