বাংলা নববর্ষ এবং এশিয়ান মিউজিক ফুড ফেস্টিভ্যালে গান গাইতে আমেরিকা গেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ শুক্রবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে চড়ে রওনা দেবেন তিনি।
প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ফ্লোরিডায় বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলায় তার একক অনুষ্ঠান হবে আগামী ১৪ এপ্রিল।
এ ছাড়া আমেরিকার অরল্যান্ডে ১৫ এবং ১৬ মে অনুষ্ঠিতব্য এশিয়ান মিউজিক ফুড ফেস্টিভ্যালে রয়েছে বেবীর আরেকটি একক কনসার্ট। তার ব্যক্তিগত সূত্র জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে নিউইয়র্কে আরও দুটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামী মাসের তৃতীয় সপ্তাহে তার ঢাকায় ফেরার কথা।
বাংলাদেশ সময় : ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
জেএইচ