মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করলেন তানজিন তিশা। ‘ঘুম ভাঙা এক বিকেল’ নাটকে সুখী দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদেরকে।
গল্পে দেখা যাবে, হঠাৎ একটি দুর্ঘটনায় মারা যায় মোশাররফ করিমের স্ত্রী। তিনিও গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। স্ত্রী বিয়োগের পর থেকে সবাইকে সন্দেহ হতে থাকে তার। কিন্তু কিছুতেই তার স্ত্রীর হত্যাকারীকে সনাক্ত করতে পারেন না। তাই তিনি বেছে নেন ভিন্ন পথ।
মোশাররফ করিম ও তানজিনা তিশার পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শাহনেওয়াজ রিপন, বাদলসহ একঝাঁক নতুন শিল্পী। ‘ঘুম ভাঙা এক বিকেল’ প্রচার হবে আগামী রোজার ঈদে।
বাংলাদেশ সময় : ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
জেএইচ