আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’। এতে প্রধান নায়ক হিসেবে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।
বাংলানিউজ: ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে অাপনার চরিত্র কেমন?
বাপ্পি চৌধুরী : এখানে আমার চরিত্রের নাম জীবন। ছেলেটা গুন্ডা ধরনের। তবে ইতিবাচক। এ ছবিতে দর্শকরা অন্যরকম এক বাপ্পিকে আবিষ্কার করবেন। এখন আমি ঢাকার বাইরে। ইচ্ছে আছে পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবো।
বাংলানিউজ: ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় কাজ করেছেন এর আগে?
বাপ্পি: না। আমি আর আঁচল এবারই প্রথম তাদের পরিচালনায় কাজ করেছি। ইস্পাহানি ভাই আমাকে খুব স্নেহ করেছেন। দুষ্টামির ছলে শুটিংয়ের সময় তাকে দুশ্চিন্তায় রাখতাম। এই যেমন কোনো দৃশ্যের কাজ করার আগে প্রস্তুত হয়ে তাকে বলতাম, এখনও আপনি শট নেওয়ার জন্য প্রস্তুত হননি! তাহলে কীভাবে শেষ করবেন কাজ! এসব শুনে তিনি হাসতেন।
বাংলানিউজ : আঁচলের সঙ্গে তো ভালো জুটি গড়ে তুলেছেন...
বাপ্পি : তা বলতে পারেন। আঁচলের সঙ্গে এটা আমার চার নম্বর ছবি। আমরা আরও কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। এ তালিকায় আছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ এবং হিমেশ আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’। দর্শক গ্রহণ করলে আমাদের জুটির ছবির সংখ্যা নিশ্চয়ই আরও বাড়বে।
বাংলানিউজ : এখন আপনি কী নিয়ে ব্যস্ত?
বাপ্পি : বর্তমানে ‘অনেক দামে কেনা’ (মাহি), ‘সুলতানা বিবিয়ানা’ এবং ‘সুইটহার্ট’ (বিদ্যা সিনহা মিম) ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। তিনটিই এ বছর মুক্তি পাওয়ার কথা।
বাংলানিউজ : দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন।
বাপ্পি: আমার ভক্ত-দর্শকদের জন্যই আজ এখানে আসতে পেরেছি। তাদের সমর্থন এবং শুভকামনা নিয়ে আরও অনেকদূর যেতে চাই।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ