দিতি, অপূর্ব, উর্মিলা, নাঈম ও তানজিন তিশাকে নিয়ে নির্মিত হচ্ছে পহেলা বৈশাখের নতুন নাটক। নাম ‘সুর তাল লয়’।
নাটকটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘হঠাৎ করেই কাজটি শুরু করেছি। পহেলা বৈশাখে এক বিয়েকে কেন্দ্র করে নাটকটির কাহিনী সাজানো। এখনই পুরো গল্প বলে দিতে চাই না। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবে। ’
‘সুর তাল লয়’ নাটকটি এবারের পহেলা বৈশাখে এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৫
এমকে/