ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে ‘সুর তাল লয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
পহেলা বৈশাখে ‘সুর তাল লয়’ নাটকের দৃশ্যে (বাঁ থেকে)তানজিন তিশা, অপূর্ব ও উর্মিলা

দিতি, অপূর্ব, উর্মিলা, নাঈম ও তানজিন তিশাকে নিয়ে নির্মিত হচ্ছে পহেলা বৈশাখের নতুন নাটক। নাম ‘সুর তাল লয়’।

রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। উত্তরার বিভিন্ন  জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।  

 

নাটকটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘হঠাৎ করেই কাজটি শুরু করেছি। পহেলা বৈশাখে এক বিয়েকে কেন্দ্র করে নাটকটির কাহিনী সাজানো। এখনই পুরো গল্প বলে দিতে চাই না। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবে। ’

 

‘সুর তাল লয়’ নাটকটি এবারের পহেলা বৈশাখে এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে।  

 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।