ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রুনার সম্মানে সুরে সুরে মাতালেন কেকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
রুনার সম্মানে সুরে সুরে মাতালেন কেকে রুনা লায়লা ও কেকে/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গানে গানে রুনা লায়লার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেশন অব মিউজিক’ শেষ হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীকে সম্মান জানাতে সর্বশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে আসেন ভারতীয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ।

তিনি কেকে নামেই বেশি পরিচিত। তার কন্ঠে বলিউডের জনপ্রিয় সব গান শুনে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা।

রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় অনুষ্ঠানটি। প্রথমেই ছিল রুনার কেক কাটা ও সংগীত পরিবেশনা। এরপর মঞ্চ মাতান বলিউড তারকা ফাওয়াদ খান।

সবার শেষে মঞ্চে ওঠেন কেকে। বলিউডে ছবিতে তার গাওয়া জনপ্রিয় গানের সংখ্যা অনেক। এআর রহমান, বিশাল ভরদ্বাজ, ইসমাইল দরকার, সেলিম-সুলাইমান, বিশাল-শেখর, যতিন-ললিত, আনু মালিক, আদেশ শ্রীবাস্তব, শঙ্কর-এহসান-লয়, আনন্দ রাজ আনন্দ, হরিস জয়রাজ, সঞ্জীব দর্শন, আনন্দ-মিলিন্দ, জিৎ গাঙ্গুলী-প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, নাদিম-শ্রাবণ, হিমেশ রেশামিয়া, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রর মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কান্নাড়া, মালয়ালাম, মারাঠি ছবিতেও গান গেয়েছেন কেকে।

‘সেলিব্রেশন অব মিউজিক’ অনুষ্ঠানে কেকে গেয়ে শোনান ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (কেকে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারে’ এবং ‘জিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউ ইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) প্রভৃতি।

বাংলাদেশ সময় : ০২২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।