জলকেলিতে মাতলেন সানি লিওন। ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির একটি গানের জন্য জলে ভিজে বুনো উল্লাসে নাচানাচি করলেন তিনি।
দেবাঙ ঢোলাকিয়া পরিচালিত ছবিটির প্রথম প্রকাশিত গান এটি। এতে সানির সহশিল্পী রাম কাপুর। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইক্কা ও অর্ক। গেয়েছেন ইক্কা, শ্রদ্ধা পন্ডিত ও অর্ক। নৃত্য পরিচালনা করেছেন বিষ্ণু দেবা। গোয়ার সানসেট আশ্রমে এর দৃশ্যায়ন হয়েছে। ইউটিউবে গানটির ভিডিও চার দিন না পেরোতেই এক লাখ কুড়ি হাজার বারেরও বেশি দেখা হয়ে গেছে।
‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির গল্প এক গুজরাতি ব্যবসায়ীকে ঘিরে। তিনি এক আবেদনময়ী নারীর প্রেমে পড়েন। এতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা, নবদ্বীপ ছাবরা প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ৮ মে।
এদিকে গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি লিওনের নতুন ছবি ‘এক পাহেলি লীলা’। প্রথম দিনেই এটি আয় করেছে ৫ কোটি ৩০ লাখ রুপি।
* ‘পানিওয়ালা ড্যান্স’ গানের ভিডিও :
** সানি লিওনে মজেছেন রাম কাপুর! (ভিডিও)
বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেএইচ