বলিউডে ‘হেট স্টোরি’ সিরিজের দুটি ছবি তৈরি হয়েছে ঘৃণিত ভালোবাসা নিয়ে। দুটোই ব্যবসাসফল।
ডেইজি অভিনয় করেছেন ‘জয় হো’ ছবিতে। অন্যদিকে জেরিনের অভিষেক হয় ‘বীর’-এর মাধ্যমে। ‘হেট স্টোরি থ্রি’তে অবশ্য তারা সল্লুকে পাচ্ছেন না। এ ছবিতে তাদের দুই সহশিল্পী হলেন শারমান জোশি ও করণ সিং গ্রোভার।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে হৈচৈ ফেলে দেন পাওলি দাম। পরের কিস্তিতে কাজ করে সাড়া ফেলেন সুরভিন চাওলা। এবারের পর্বও বাজিমাত করে দেবে বলেই মনে হচ্ছে৷ ‘হেট স্টোরি থ্রি’ও পরিচালনা করবেন বিশাল পান্ডে৷ এর দৃশ্যায়ন শুরু হবে আগামী মাসে। কাজ হবে মুম্বাই ও মরিশাসে। এবারের গল্পও প্রতিশোধকেন্দ্রিক। তবে এর মাঝেও থাকবে চমক আর রুদ্ধশ্বাস উত্তেজনা। এটি মুক্তি পাবে চলতি বছরের ১১ ডিসেম্বর৷
* ‘হেট স্টোরি টু’ ছবির গানের ভিডিও :
* ‘হেট স্টোরি’ ছবির গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেএইচ