ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘ভালোবাসার গল্প’ নিয়ে গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
‘ভালোবাসার গল্প’ নিয়ে গান (বাঁ থেকে) আরজু, মুনিয়া আফরিন ও আনিসুর রহমান মিলন

মুনিয়া আফরিন মিডিয়ার নতুন মুখ। তার প্রথম চলচ্চিত্রের নাম ‘ভালোবাসার গল্প’।

এ ছবিতে তার নায়ক আনিসুর রহমান মিলন ও আরজু। অনন্য মামুনের পরিচালনায় এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলার গানমেলায় ছবিটির অডিও প্রকাশ করা হয়। ঈগল মিউজিকের ব্যানারে আসা এ ছবির অ্যালবামে রয়েছে মোট ৮টি গান।  

 

এ সময় উপস্থিত ছিল এ ছবির পরিচালক, শিল্পীসহ অনান্য কলাকুশলীরা। গানগুলোতে কন্ঠ দিয়েছেন বালাম, শফিক তুহিন, সালমা, নন্দিতা, অরিন, প্রতীক হাসান, লুৎফর হাসান। এস এস মাল্টিমিডিয়া হাউসের এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ডন ও মিশা সওদাগর।  

 

নিজের প্রথম ছবি নিয়ে মুনিয়া আফরিন বলেন, ‘আমার জন্ম ব্রাক্ষনবাড়িয়ায়। এটা আমার প্রথম ছবি। এখানে আমার চরিত্রের নাম পাখি এবং মিলন ভাই মাসুম চরিত্রে অভিনয় করেছেন। মিলন ভাই আমাকে বেশ সহযোগিতা করেছেন। ছবির গানগুলোও সকলের পছন্দ হবে বলে আশা করছি। ’

 

পরিচালক জানান, খুব শিগগিরই ছবির বাঁকী কাজ শেষ করে সেন্সরে দিবেন ‘ভালোবাসার গল্প’ ছবিটি।  

 

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।