ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রিচির ‘ঝরা পাতার ঘ্রাণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
রিচির ‘ঝরা পাতার ঘ্রাণ’ ‘ঝরা পাতার ঘ্রাণ’ নাটকে শাহাদৎ হোসেন ও রিচি সোলায়মান

জাহিদের (শাহাদাৎ হোসেন) সঙ্গে সংসারে নানা ভুল বোঝাবুঝি হয় বর্ষার (রিচি)। জাহিদের বাবা নেই।

তিনি গত হয়েছেন তিন বছর আগে। হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে জাহিদের সঙ্গে তার বাবার দেখা হয়! এটি ‘ঝরা পাতার ঘ্রাণ’ নাটকের গল্প।

লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন ফয়সাল রাজীব। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আবদুল্লাহ রানা ও নোভা প্রমুখ। ১২ এপ্রিল রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।