ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ছয় বছর পর ফাহমি ও সোনিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ছয় বছর পর ফাহমি ও সোনিয়া ইফতেখার আহমেদ ফাহমি ও সোনিয়া হোসেন

ইফতেখার আহমেদ ফাহমি মূলত ক্যামেরার পেছনে থাকেন। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।

‘ফিল ইন দ্য গ্যাপ’ নাটকে দেখা যাবে তাকে। তার সহশিল্পী সোনিয়া হোসেন। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন।

আজ শনিবার থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে। নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

ছয় বছর আগে আদনান আল রাজীবের পরিচালনায় ফাহমি ও সোনিয়া ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’ নাটকে অভিনয় করেছিলেন।

এ প্রসঙ্গে সোনিয়া বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘদিন পর আবার ফাহমি ভাইয়ের সঙ্গে কাজ করছি। এ নাটকের গল্পটা মজার। এতে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ের বিয়ে ও সংসার ভাঙনের গল্প। দুঃসময়ে লড়াই করে টিকে থাকার বার্তা তুলে ধরা হচ্ছে নাটকটিতে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।