ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রেলস্টেশনে অর্ষার নতুন গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
রেলস্টেশনে অর্ষার নতুন গল্প অর্ষা/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসার নিয়ে ভালোই কেটে যাচ্ছিল নবনীর জীবন। কিন্তু হঠাৎ স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে বাসা থেকে বের হয়ে আসে নবনী।

কিন্তু হঠাৎ একদিন রেলস্টেশনের প্লাটফর্মে অপেক্ষারত অবস্থায় আবার দেখা হয় স্বামী অরণ্যের সঙ্গে। তারপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।

এমনই একটি কাহিনী রচনা ও চিত্রনাট্য করেছেন শারমিন চৌধুরী ইফসিতা। যেখানে অর্ষাকে নবনী এবং অরণ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সজলকে। নাটকের নাম ‘পাশে থাকাই কাছে থাকা নয়’। আর এটি পরিচালনা করছেন আদিত্য জনি। ১৬ এপ্রিল থেকে রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হবে।

নাটকটি নিয়ে অর্ষা বাংলানিউজকে বলেন, ‘নবনী চরিত্রটি করছি। আর সজল ভাইয়ের সাথে এর আগেও কাজ করা হয়েছে। কাহিনীটি একটু ভিন্ন। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবেন। ’

এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিতি, বকুল ও রুমি প্রমুখ। খুব শিগগিরই যে কোনো টিভিতে এবারের ঈদে প্রচার হবে নাটক ‘পাশে থাকাই কাছে থাকা নয়’।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।