ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছেন মিকা সিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ঢাকায় আসছেন মিকা সিং মিকা সিং

ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং এবার ঢাকায় আসছেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সুরকার হিসেবেও খ্যাতি পাওয়া এ গায়ক আগামী ১৫ মে রাজধানীর খিলক্ষেতের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গান করবেন।

অনুষ্ঠানের নাম 'মিকা সিং নাইট'। এটি অ‍ায়োজন করেছে এম বায়িং। ‍

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তুহিন বড়ুয়া বাংলানিউজকে বলেন, 'পহেলা বৈশাখের পর এর আয়োজন শুরু হবে। এটা তার একক কনসার্ট। আমরা শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব। '

মিকা সিং প্লেব্যাক করেন হিন্দি, তেলেগু, মারাঠি এবং বাংলা সিনেমায়। সর্বশেষ কলকাতার ‘হিরোগিরি’ ছবিতে গেয়েছেন। জানা গেছে নির্দিষ্ট দর্শনীর মাধ্যমে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। কনসার্টের টিকিট পাওয়া যাবে ‘ই-টিউনস ডট কম'-এ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।