ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

চৈত্র সংক্রান্তিতে নগরবাউল-নেমেসিস-দলছুটের কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
চৈত্র সংক্রান্তিতে নগরবাউল-নেমেসিস-দলছুটের কনসার্ট

বাঙালি ঐতিহ্যের প্রধান ধারক ও বাহক বাংলা নববর্ষ। হাজার বছরের ঐতিহ্য অনুসরণ করে বাঙ্গালী জাতি পালন করে আসছে এই দিনটিকে।

প্রতি বছরের ন্যায় এ বছরটিতেও এটিএন বাংলা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। বাংলা বর্ষবরণের প্রারম্ভে ১৩ই এপ্রিল রাত থেকে প্রচার করা চৈত্র সংক্রান্তি বিশেষ অনুষ্ঠান।

কোকাকোলা আলোকিত বৈশাখ শিরোনামের এ অনুষ্ঠানটি ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্র্রচার হবে ১৩ এপ্রিল রাত ১২টা ৩০মিনিট থেকে। তারকাবহুল এই অনুষ্ঠানটি প্রচার করা হবে ভোর ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। কোকাকোলা আলোকিত বৈশাখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস, বাপ্পা মজুমদার, ব্যান্ডদল নেমেসিস, বাউল শফি মন্ডল ও তার দল, অদিতি মহসিনসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ছাড়াও ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে বিশেষ এই আয়োজন শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।