ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

এমটিভি মুভি অ্যাওয়ার্ডসের রানী শেইলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমটিভি মুভি অ্যাওয়ার্ডসের রানী শেইলিন শেইলিন উডলি

এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে দু’হাত ভরে পেলেন শেইলিন উডলি। তিনিই হয়েছেন সেরা অভিনেত্রী।

তার অভিনীত ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ হয়েছে বর্ষসেরা ছবি। এ ছবির জন্য অ্যানসেল এলগর্টের সঙ্গে সেরা চুম্বনের পুরস্কার ভাগাভাগি করেছেন ২৩ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। এ ছাড়া অতুলনীয় ও অনুপ্রেরণাদায়ক কাজের সুবাদে এমটিভি ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ডও জিতেছেন শেইলিন।  

এবার এমটিভি জেনারেশন অ্যাওয়ার্ড পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তার হাতে পুরস্কারটি তুলে দেন ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ ছবির সহশিল্পী স্কারলেট জোহানসন, মার্ক রাফালো, ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স ও জেরেমি রেনার। পুরস্কার গ্রহণের পর ডাউনি জুনিয়র বলেছেন, ‘প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছি আমি। ব্যর্থ হয়েছি, সফলও হয়েছি। আমার ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সতীর্থদের সঙ্গে সুর মিলিয়ে পরামর্শ দেবো, বড় স্বপ্ন দেখুন। পরিশ্রম করুন। নিজের প্রজন্মকে মেলে ধরতে এর বিকল্প নেই। ’

‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবির গল্প একে অপরের প্রেমে পড়া ক্যান্সার আক্রান্ত দুই তরুণ-তরুণীকে ঘিরে। নিজের পুরস্কার ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন্যাসের লেখক জন গ্রিনকে উৎসর্গ করে শেইলিন বলেন, ‘এটা পড়ার পর আমার জীবন পাল্টে গেছে। ’

শুধু ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ নয়, তিনটি করে পুরস্কার জিতেছে ‘নেইবর্স’ ও ‘দ্য মেজ রানার’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন মডেল-অভিনেত্রী অ্যামি শুমার। নানা দুষ্টামিতে অতিথিদের মাতিয়ে রাখেন তিনি। এ ছাড়া মডেল অ্যাম্বার রোজকে চুমু দিয়ে হৈচৈ ফেলে দেন তিনি।

 

একনজরে বিজয়ী তালিকা

বর্ষসেরা ছবি : দ্য ফল্ট ইন আওয়ার স্টারস

সেরা অভিনেত্রী : শেইলিন উডলি (দ্য ফল্ট ইন আওয়ার স্টারস)

সেরা অভিনেতা : ব্র্যাডলি কুপার (আমেরিকান স্নাইপার)

সেরা ভয়ার্ত অভিনয় : জেনিফার লোপেজ (দ্য বয় নেক্সট ডোর)

সেরা নবাগত : ডিলান ও’ব্রায়েন (দ্য মেজ রানার)

সেরা উদোম অভিনয় : জ্যাক এফরন (নেইবর্স)

সেরা জুটি : জ্যাক এফরন ও ডেভ ফ্রাঙ্কো (নেইবর্স)

সেরা মারামারি : ডিলান ও’ব্রায়েন বনাম উইল পোল্টার (দ্য মেজ রানার)

সেরা চুম্বন : অ্যানসেল এলগর্ট ও শেইলিন উডলি (দ্য ফল্ট ইন আওয়ার স্টারস)

সেরা নিন্দিত মুহূর্ত : সেথ রোজেন ও রোজ বায়ার্ন (নেইবর্স)

সেরা খল অভিনয়শিল্পী : মেরিল স্ট্রিপ (ইনটু দ্য উডস)

সেরা সংগীতময় মুহূর্ত : জেনিফার লরেন্স (দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান)

সেরা কৌতুক অভিনয় : চেনিং টেটাম (টোয়েন্টি টু জাম্প স্ট্রিট)

সেরা অন-স্ক্রিন রূপান্তর : এলিজাবেথ ব্যাঙ্কস (দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান)

সেরা নায়ক : ডিলান ও’ব্রায়েন (দ্য মেজ রানার)

এমটিভি জেনারেশন অ্যাওয়ার্ড : রবার্ট ডাউনি জুনিয়র

এমটিভি ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড : শেইলিন উডলি

এমটিভি কমেডিক জিনিয়াস অ্যাওয়ার্ড : কেভিন হার্ট

 

বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।