ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কানে ফ্রিদার শুন্যতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
কানে ফ্রিদার শুন্যতা ফ্রিদা পিন্টো

কান উৎসবের লালগালিচায় এবার হাঁটবেন না ফ্রিদা পিন্টো। ব্যস্ততার কারণে এবার এই আয়োজনে যাওয়া হচ্ছে না তার।

২০১২ সালে লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে প্রথমবার কান উৎসবে যান তিনি।

৩০ বছর বয়সী ফ্রিদার অনুপস্থিতির খবর জানিয়ে লরিয়াল প্যারিস ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মানসী গুহ বলেছেন, ‘ফ্রিদা সুন্দর ব্যক্তিত্ব। একজন নারীর সব গুণাবলি আছে তার মধ্যে। আমাদের ভারতীয় গ্রাহকরা কানের লালগালিচায় এবারও তাকে দেখার অপেক্ষায় ছিলেন। ঐশ্বরিয়া, সোনম ও ক্যাটরিনার সঙ্গে তিনিও যোগ দিলে ভালো লাগতো সবার। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ফ্রিদা এবার অংশ নিচ্ছেন না। ’

ফ্রিদা না থাকলে কানের লালগালিচার নিয়মিত তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আর সোনম কাপুর লরিয়ালের মডেল হিসেবে ঠিকই থাকছেন। এ নিয়ে চতুর্দশবারের মতো কানে যাচ্ছেন ৪১ বছর বয়সী অ্যাশ। অন্যদিকে ২৯ বছর বয়সী সোনমকে এর আগে চার বছর পাওয়া গেছে। এদিকে একই প্রতিষ্ঠানের নতুন মডেল ক্যাটরিনা কাইফ এবারই প্রথম কানে যাবেন। আগামী ১৩ মে শুরু হয়ে এবারের কান উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

** এবারের কান উৎসবের বিচারকরা
** কানে ঐশ্বরিয়ার সঙ্গে যাচ্ছে ‘জাজবা’
** কানের লালগালিচায় থাকছে তাদের জৌলুস
** কানের প্রতিযোগিতা বিভাগে ১৭ ছবি
** কানের লালগালিচায় রণবীর-ক্যাটরিনা
** নারী নির্মাতার ছবি দিয়ে শুরু হবে কান উৎসব
** কানে আনসার্টেন রিগার্ডের সভাপতি ইসাবেলা
** কানে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’
** কানের পোস্টার-কন্যা ইনগ্রিড বার্গম্যান
** কানের মাস্টার অব সিরিমনিস

বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।