ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার ঢালিউড অ্যাওয়ার্ডে নিলয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
প্রথমবার ঢালিউড অ্যাওয়ার্ডে নিলয় নিলয় / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতিবছর দেশীয় তারকা শিল্পীদের নিয়ে আমেরিকান প্রবাসী বাঙালিদের যে উত্সব আয়োজন হয়, সেই ঢালিউড অ্যাওয়ার্ডে এবারে অংশ নিচ্ছেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। ৩০ এপ্রিল প্রথমবারের মত এ অনুষ্ঠানে অংশ নিতে দেশ ত্যাগ করবেন তিনি।



এ প্রসঙ্গে নিলয় বাংলানিউজকে বলেন, ‘প্রথমবারের মত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এর আগের বারও কথা হয়েছিল। নানা কারণে যাওয়া হয়নি। জ্যামাইকাতে এ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি পারফর্মও করতে হবে। আশা করি, সপ্তাহ খানেকের মতো এ সফরটা ভালোই হবে। ’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাঙালিদের আয়োজনে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০১৫’ অনুষ্ঠানে এবার যোগ দিবেন এক ঝাঁক তারকা। এরমধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জায়েদ খান, রোমানা, আঁচল, শখ, সোনিয়া হোসেন, শাহানাজ খুশি, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, হৃদয় খান, মুন্নী, লিজা, মডেল ও উপস্থাপিকা পারিহা, আবু হেনা রনি ও নায়লা নাঈম।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।