ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সুরকার শওকাত এবার পরিচালনায়

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
সুরকার শওকাত এবার পরিচালনায় শওকাত

‘নদীর বুকে চাঁদ’, ‘আঁচল’, ‘তুমি এলে না’, ‘আয় ফিরে মেয়ে’, ‘ধোঁয়া’, ‘পাগলা হাওয়া’, ‘প্রয়োজন’, ‘তুমি বিনা’, ‘দিল’, ‘ছোঁয়াছুয়ি’, তিশমার ‘তারা’, ‘চাঁদ’, কানিজ সুবর্ণার ‘রঙ্গিলা’- এসব জনপ্রিয় অ্যালবামের সুরকার ও সংগীত পরিচালক শওকাত অনেকদিন ধরেই সংগীতাঙ্গনে নেই। অবশেষে তার খবর পাওয়া গেলো।

তবে এবার গান নয়, চলচ্চিত্র পরিচালক হিসেবে ফিরছেন তিনি।

শওকাতের পরিচালনায় ‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সায়মন ও পরীমনি। আগামী ২ মে থেকে সিলেটে এর দৃশ্যধারণ শুরু হবে।

পরিচালনা প্রসঙ্গে শওকাত বাংলানিউজকে বলেন, ‘এটা আমারই লেখা একটি কাহিনী। এ ছবিতে ৬-৮টি গান রাখার ইচ্ছে আছে। গানগুলোর সংগীত পরিচালনাও করবো আমি। শিগগিরই আরও বিস্তারিত খবর জানাবো সবাইকে। ’

শওকাতের সুর-সংগীতে অনেক গান জনপ্রিয় হয়েছে। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘নদীর বুকে চাঁদ’ ও ‘এক আকাশের তারা’, জেমসের ‘কুসুম কুসুন প্রেম’, ‘পাগলা হাওয়া’, আসিফের ‘আকাশে তোর বাড়ি গেলো’ ইত্যাদি।

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।