ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ব্রিটেনের ধনী গানের মানুষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ব্রিটেনের ধনী গানের মানুষ স্যার পল ম্যাকার্টনি ও অ্যাডেল

ব্রিটিশ সংগীতশিল্পীদের মধ্যে এখন সবচেয়ে ধনী স্যার পল ম্যাকার্টনি। তার সম্পত্তির পরিমাণ ৭৩ কোটি পাউন্ড।

তাই সানডে টাইমস পত্রিকার চলতি বছরের ধনী তারকার তালিকায় তিনি আছেন শীর্ষে। গত বছরই এক সময়ের বিটলস ব্যান্ডের এই সদস্য আয় করেছে ২ কোটি পাউন্ড।

এদিকে একই প্রতিষ্ঠানের আরেক তালিকায় ব্রিটেনের অনুধ্র্ব ৩০ বয়সীদের মধ্যে শীর্ষ ধনী হয়েছেন গায়িকা অ্যাডেল। তার সম্পত্তির পরিমাণ ৫ কোটি পাউন্ড। যদিও গত দুই বছর তার কোনো গানই বের হয়নি।

শীর্ষ ১০ ধনী (পাউন্ড)
১. স্যার পল ম্যাকার্টনি (৭৩ কোটি)
২. লর্ড লয়েড-ওয়েবার (৬৫ কোটি)
৩. ইউটু ব্যান্ড (৪৩ কোটি ১০ লাখ)
৪. স্যার এলটন জন (২৭ কোটি)
৫. স্যার মিক জ্যাগার (সাড়ে ২২ কোটি)
৬. কিথ রিচার্ডস (২১ কোটি)
৭. মাইকেল ফ্ল্যাটলি (সাড়ে ১৯ কোটি)
৮. রিঙ্গো স্টার (১৮ কোটি)
৯. স্টিং (১৮ কোটি)
১০. রজার ওয়াটার্স (১৬ কোটি)

অনুধ্র্ব ৩০ শীর্ষ ১০ ধনী (পাউন্ড)
১. অ্যাডেল (৫ কোটি)
২. ওয়ান ডিরেকশন (আড়াই কোটি)
৩. এড শিরান (২ কোটি)
৪. কেটি মেলুয়া (১ কোটি ৩০ লাখ)
৫. স্যাম স্মিথ (১ কোটি ২০ লাখ)
৬. মার্কাস মামফোর্ড ও ক্যারি মুলিগ্যান (১ কোটি ৩০ লাখ)
৭. অ্যালেক্স টার্নার (১ কোটি ৩০ লাখ)
৮. জেমি কুক ও কেটি ডাউন্স (১ কোটি ২০ লাখ)
৯. ফ্লোরেন্স ওয়েলশ (১ কোটি ২০ লাখ)
১০. ম্যাট হেল্ডার্স (১ কোটি)

বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।