ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের মতো হয়ে গেলেন ভারতের জার্মান রাষ্ট্রদূত! (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
শাহরুখের মতো হয়ে গেলেন ভারতের জার্মান রাষ্ট্রদূত! (ভিডিও) (ওপরে) ‘লেবে ইয়েৎজ-কাল হো না হো’ ভিডিওতে মাইকেল স্টেইনার, (নিচে) ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখ খান

ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার একটি মিউজিক ভিডিও বের করেছেন। এতে করণ জোহর প্রযোজিত ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখ খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের এই সুপারস্টার।

‘লেবে ইয়েৎজ-কাল হো না হো’ নামের ভিডিওতে স্টেইনার ছবিটির শিরোনাম-গানে ঠোঁট মিলিয়েছেন। ‘লেবে ইয়েৎজ’ হলো জার্মান বাক্য। এর অর্থ বেঁচে থাকা। এটি লিখেছেন জাভেদ আখতার, গেয়েছেন সনু নিগাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। এই গানের কথায় তুলে ধরা হয়েছে, অতীত ও ভবিষ্যতের চিন্তা ফেলে বেঁচে থাকা।

সাড়ে তিন মিনিট ব্যাপ্তির ভিডিওটি নির্মাণ করেছেন সুমিত ওসমান্ড শাউ। এতে স্টেইনারের স্ত্রী এলিসও অভিনয় করেছেন। এ ছাড়া আরেকটি চরিত্রে দেখা গেছে ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে। এটি দেখে মুগ্ধ হয়ে করণ জোহর দেখার জন্য বলেন শাহরুখকে। টুইটারে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘চমৎকার কাজ। ’

এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত ‘কাল হো না হো’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন প্রীতি জিনতা ও সাইফ আলি খান। এটি পরিচালনা করেন নিখিল আদভানি।

* ‘লেবে ইয়েৎজ-কাল হো না হো’ ভিডিও :


* ‘কাল হো না হো’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।