ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রিয়া, মোনালিসার পর এবার শখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
রিয়া, মোনালিসার পর এবার শখ বিজ্ঞাপনের সেটে আনিকা কবির শখ

সুইস লাইন কসমেটিকসের পণ্যে এর আগে রিয়া ও মোনালিসা মডেল হিসেবে কাজ করেছেন। এবার এ পণ্যের বিজ্ঞাপনের মডেল হলেন আনিকা কবির শখ।



প্রতিক কমিউনিকেশন এর ব্যানারে এট‍া নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। ২৫ এপ্রিল রাজধানীর একটি স্টুডিওতে এর ‍দৃশ্যধারনের কাজ শেষ হয়।

শখ বাংলানিউজকে বলেন, ‘এটি সুইস লাইন কসমেটিকসের নতুন একটি বিজ্ঞাপন। এর আগে রিয়া ও মোনালিসা আপু করেছে। আমার কাছে কাজটি ভালো বলে মনে হয়েছে। বাঁকীটা দর্শকরা বিচার করবে। ’

মার্ক থ্রি টয়লেট্রিজ লিমিটেডের এ বিজ্ঞাপনটি সাজানো হয়েছে ইংলিশ জিঙ্গেলে। আগামী সপ্তাহ থেকে সব চ্যানেলে বিঞ্জাপনটি প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।