ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ‘অগ্নি ২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ঈদে ‘অগ্নি ২’ ‘অগ্নি ২’ ছবির দৃম্যে মাহি

থাইল্যান্ড অংশের চিত্রধারণ শেষে, এবার ভারতে শুরু হতে যাচ্ছে ‘অগ্নি-২’ ছবির শুটিং। আগামী ২৭ এপ্রিল থেকে ভারতের বেশ কয়েকটি লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হবে।

তথ্যটি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়‍ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বাংলানিউজকে বলেন, ‘গত ১ এপ্রিল থেকে থাইল্যান্ডের পাতায়ায় শুরু হয় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ ছবির শুটিং। চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা অমিত হাসান ও কলকাতার নায়ক ওমের অংশ গ্রহণে ২৪ এপ্রিল পর্যন্ত সেখানে শুটিং চলে। এবার ভারতে বাঁকীকাজ হবে এবং এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে। ’

এদিকে আগামী ২৭ এপ্রিল থেকে ভারতে ছবিটির বাকি অংশের চিত্রধারণ শুরু হবে। ইতিমধ্যে ছবির পুরো ইউনিট ভারতে পৌঁছেছে। ভারত অংশের শুটিং শেষে আগামী ৫ মে থেকে বাংলাদেশে চিত্রধারণ করা হবে।

আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে ‘অগ্নি-২’ মুক্তি দেয়া হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।