ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আফজাল হোসেন ও তার প্রিয়মুখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আফজাল হোসেন ও তার প্রিয়মুখ আফজাল হোসেন

তিনি আজও দর্শকের কাছে নায়ক। চিরসবুজ অভিনেতা।

তার এই জনপ্রিয়তা যেন সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। সেই আফজাল হোসেন যেমন সবার প্রিয়, তেমনি তারও কিছু প্রিয় মানুষ আছেন বিনোদন অঙ্গনে। আফজাল ও তার প্রিয় শিল্পীদের নিয়ে সাজানো হচ্ছে ঈদের বিশেষ অনুষ্ঠান। নাম ‘আফজাল হোসেন ও তার প্রিয় মুখ’।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী-নির্মাতা তানিয়া হোসেন। এতে অংশ নিয়েছেন মডেল নোবেল, অভিনেত্রী তানভীর সুইটি, অপি করিম ও অভিনেতা সজল। বেসরকারি চ্যানেল আরটিভিতে আগামী রোজার ঈদে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।