ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কানের জন্য টুইটারে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
কানের জন্য টুইটারে ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এজন্য টুইটার জুজুতে যোগ দিলেন তিনি।

কানে নিজের অংশগ্রহণের প্রচারেই তার মূল লক্ষ্য।  

 

গত ২৫ এপ্রিল লরিয়াল প্যারিসের এক সংবাদ সম্মেলনে ক্যাটরিনার পাশাপাশি অংশ নেন প্রতিষ্ঠানটির আরেক মডেল সোনম কাপুর। তিনি টুইটারে বলেন, ‘প্রিয়দর্শিনী ক্যাটরিনার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করলাম। ওর সঙ্গে দেখা হবে কানে। তাকে টুইটারে স্বাগতম। ’ ক্যাটরিনাও কম যাননি। তিনি টুইটারে লিখেছেন, ‘মজার কিছু মুহূর্ত কাটলো ঝলমলে সোনমের সঙ্গে। কানের জন্য তর সইছে না!’

 

জানা গেছে, প্রচারণামূলক কাজকর্ম ছাড়া ব্যক্তিগত জীবনের কিছুই টুইটারে জানাবেন না ক্যাটরিনা। কারণ এমনিতেই তিনি গোপনীয়তা বজায় রেখে চলেন। কিছুদিন তার প্রেমিক রণবীর কাপুর ছয় ঘণ্টার জন্য একটি প্রতিষ্ঠানের প্রচারণার জন্য টুইটারে যোগ দিয়েছিলেন। এ ছাড়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের অংশ হিসেবে স্বল্প সময় টুইটার ব্যবহার করেন কাজল।

 

বাংলাদেশ সময় : ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।