ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে ফেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে ফেরা

নেপালে নাটকের কাজ করতে গিয়ে ভূমিকম্পের বিভীষিকাময় পরিস্থিতিতে পড়েছিলেন বাংলাদেশের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। অবশেষে গত ২৬ এপ্রিল ভোর ৪টায় নেপাল থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কল্যাণ কোরাইয়াসহ একটি ইউনিটের বাকি সদস্যরা।

বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিলো ২২০।  

 

সকালের দিকে যোগাযোগ করা হলে অভিনেতা কল্যাণ বাংলানিউজকে বলেন, ‘এই সফর কোনোদিন ভুলবো না। রুনা আপা পাহাড় থেকে পড়ে আহত হয়েছিলেন। তার হাতে ও পায়ে চোট লেগেছে। তবে আমরা ঠিক আছি। এখনও ঘুমাতে পারছি না। চোখের সামনে সেই ধ্বংসচিত্র ভেসে ওঠছে। ’

 

ঢাকায় পৌঁছে বাংলাদেশ দূতাবাস, বিমান, বন্ধু, সহকর্মীসহ পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুনা খান।  

 

অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, শাহাদত হোসেন, রাখি, নোমিরা, নির্মাতা যুবরাজ খান-সহ একটি ইউনিট ২০ এপ্রিল থেকে নেপালে তিনটি নাটকের কাজ করছিলেন। গত ২৫ এপ্রিল ভূমিকম্পে নেপালে সর্বকালের সবচেয়ে বড় ভূমিকম্পে আটকে পড়েছিলেন তারা।  

 

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।