ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এলটন জনের চশমা গেলো কই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এলটন জনের চশমা গেলো কই! এলটন জন

কিংবদন্তি সংগীতশিল্পী স্যার এলটন জনের ব্যবহার করা হৃদয় আকৃতির একটি চশমা মেম্ফিস রক এন রোল জাদুঘর থেকে চুরি হয়ে গেছে। সেখানে একটি কাঁচের বাক্সের এটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিলো।

গত ২১ এপ্রিল জাদুঘর কর্তৃপক্ষ এই চুরির ঘটনা জানতে পারে।

জাদুঘরের তরফ থেকে ফেসবুকে বলা হয়, সাদা ফ্রেমের চশমাটির মূল প্রায় দুই হাজার মার্কিন ডলার। ‘সিক্সটি ইয়ারস অব রক’ প্রদর্শনী থেকে এটি সংগ্রহ করে আনা হয়। জাদুঘরটিতে গত ১৫ বছরের ইতিহাসে এটাই প্রথম কোনো চুরির ঘটনা।

৬৮ বছর বয়সী এলটন জন জাঁকালো পোশাক আর মনকাড়া চশমা ও অলঙ্কার ব্যবহার করে থাকেন। সত্তর দশকে নিয়মিত সংগীত পরিবেশনের সময় চুরি হওয়া চশমাটি পরতেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।