ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘পদ্মপাতার জল’ ছবির গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
‘পদ্মপাতার জল’ ছবির গান ইমন ও বিদ্যা সিনহা মিম

ইমন ও বিদ্যা সিনহা মিম জুটির ‘পদ্মপাতার জল’ প্রেমের ছবি। তাই এর অন্যতম আকর্ষণীয় অংশ হলো গান।

পরিচালক তন্ময় তানসেন জানান, শিগগিরই ছবিটির গানের অ্যালবাম প্রকাশ হবে। এখন চলছে সম্পাদনা ও ডাবিং। ‌ এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন লতিফুল ইসলাম শিবলী।

 

ছবিটিতে গান রয়েছে মোট ছয়টি। এগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত এবং শিরোনামহীন ও চিরকুট ব্যান্ড। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, অর্ণব, কনা, ন্যান্সি, অদিত, পড়শী, অষা দত্ত, এলিটা করিম, শোয়েব ও শিরোনামহীনের তুহিন।  

 

‘পদ্মপাতার জল’ প্রসঙ্গে ইমন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম ছবি হবে আশা করি। দর্শকরা একবার দেখলে আরেকবার ছবিটি দেখতে চাইবে। সম্পূর্ণ মৌলিক একটি কাহিনী রয়েছে এতে। ’

 

এদিকে মিম বলেছেন, ‘ঔপনিবেশিক সময়ের গল্প উপস্থাপনা করা হয়েছে এখানে। এজন্য জাঁকজমকপূর্ণ সেট এবং জমকালো পোশাকের নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে। এতে আমাকে অন্যরকম একটি সাজসজ্জায় দেখা যাবে। ’

 

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।