ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার ডান হাতে লেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
দীপিকার ডান হাতে লেখা দীপিকা পাড়ুকোন

অভিনয়শিল্পীরা একসঙ্গে কাজ করতে গিয়ে হয়ে ওঠেন পরিবারের মতো। তাই সবাই মিলে আড্ডা দেন, কখনও কখনও বড়রা ছোটদের নানান পরামর্শ দেন।

‘পিকু’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে গিয়ে দীপিকা পাড়ুকোনের নতুন অভিজ্ঞতা হলো। তিনি লেখেন বাঁ-হাতে। একথা বিগ বি-ও জানেন। তাই একদিন কাজের ফাঁকে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে ডান হাতে লেখা শেখালেন তিনি।

ইউনিটের একটি সূত্র জানান, কাগজ-কলম নিয়ে শুরুতে অমিতাভ লিখেছেন। তারপর দীপিকাকে ডান হাতে লেখার জন্য কলম ধরার কায়দা দেখিয়ে দেন ৭২ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা।  

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ ও দীপিকা। এটি মুক্তি পাবে আগামী মে। এতে আরও অভিনয় করেছেন ইরফান খান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।