ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘কালের পুতুল’ এবং রিয়াজ, বন্যা, মুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
‘কালের পুতুল’ এবং রিয়াজ, বন্যা, মুন (বাঁ থেকে) বন্যা মির্জা, রিয়াজ ও মুন

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় নাট্যনির্মাতা আকা রেজা গালিব পরিচালনা করতে যাচ্ছেন তার প্রথম ছবি ‘কালের পুতুল’। এতে অভিনয় করবেন রিয়াজ, বন্যা মির্জা ও ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে আসা জান্নাতুন নূর মুন।



বাইরের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সাসপেন্স থ্রিলার ধাঁচের ছবিটির চিত্রনাট্য লিখেছেন প্রাচ্যনাটের নাসিফুল ওয়ালিদ। এর গল্প দশটি চরিত্রকে ঘিরে সাজানো। গালিব বাংলানিউজকে বললেন, ‘গতানুগতিক নায়ক-নায়িকার ভাবনা নেই এ ছবিতে। দশটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। আর কাহিনীর প্রয়োজনে খালি গলায় কিংবা ব্যাকগ্রাউন্ডে গান থাকতে পারে। ’

আগামী মাসের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। টানা ১৫ দিন পুরো কাজটাই হবে বান্দরবানে।

ছবিটিতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাজী রাকায়েত, শাহেদ আলী, ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ প্রতিযোগিতা থেকে আসা আরিফ অর্ক। আরও একজন নায়িকা দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

* (পাশের ছবিতে আকা রেজা গালিব)

বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।