ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘জীবনের করিডোরে’ তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
‘জীবনের করিডোরে’ তারা ‘জীবনের করিডোরে’ নাটকের দৃশ্যে (বাঁ থেকে) বিথী, প্রাণ রায়, তানিন সুবহা ও জয়রাজ

প্রাণ রায় ও জয়রাজ মঞ্চ থেকে এসেছেন, বিথী রানী সরকার ও তানিন সুবহা বিজ্ঞাপন আর নাটকে কাজ করেছেন। তারা এবার একসঙ্গে অভিনয় করলেন ধারাবাহিক নাটকে।

নাম ‘জীবনের করিডোরে’। লিখেছেন তাজুল ইসলাম, পরিচালনা করছেন চন্দা মাহজাবিন।

নাটকটি নিয়ে প্রাণ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম সোহরাব মল্লিক। লোকটা একটু চালাক আর দাদীর ভক্ত। মল্লিক বাড়ি ও এর পরিবারকে ঘিরেই গল্প। ’

সোহরাবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তানিন সুবহাকে। তিনি বলেন, ‘এবারই প্রথম প্রাণদার সঙ্গে কাজ করছি। গল্পে মেয়েটার স্বামী তার দাদীভক্ত, কিন্তু মেয়েটা ঠিক উল্টো। ’

‘জীবনের করিডোরে’তে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, উত্তম প্রমুখ। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে। শিগগিরই এটিএন বাংলায় ‘জীবনের করিডোরে’র প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।