ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রোজার ঈদে তপুর চার নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
রোজার ঈদে তপুর চার নম্বর তপু / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংগীতশিল্পী তপু ‘সে কে’, ‘বন্ধু ভাবো কি’ এবং ‘আর তোমাকে‘ অ্যালবামের পর প্রকাশ হতে যাচ্ছে তার চতুর্থ একক অ্যালবাম। বর্তমানে তিনি এই অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

সব ঠিক থাকলে রোজার ঈদে অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন তিনি।

তপু বাংলানিউজকে বলেন, ‘বর্তমানে চতুর্থ অ্যালবামের কাজ নিয়েই সময় কাটছে। এই অ্যালবামটির বৈশিষ্ট্য হচ্ছে এতে কোনো দ্বৈত গান থাকছে না। এ ছাড়া গানগুলোতে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছি। আমার সঙ্গে গান লিখেছেন স্যামুয়েল। সংগীতায়োজনে পাভেল। সব মিলিয়ে যত্ন নিয়ে অ্যালবামটি করা হচ্ছে। ’

আসছে রোজার ঈদে তিনি এই অ্যালবাম নিয়ে আসছেন। এটি নয়টি গান দিয়ে সাজানো হচ্ছে। এর মধ্যে সাতটি গানের কাজ সম্পন্ন হয়েছে। সব কয়টি গানের কথা এবং সুর করেছেন তিনি নিজেই।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।