ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শহীদ-মীরার বিয়ে গ্রিসে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
শহীদ-মীরার বিয়ে গ্রিসে মীরা রাজপুত ও শহীদ কাপুর

ক’দিন বাদেই শহীদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ে। তবে ভারতের মুম্বাই কিংবা দিল্লি নয়, আগামী ১০ জুন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সুদূর গ্রিসে।

এখানে থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা।

বিয়ের দিনক্ষণ ও জায়গা নিয়ে মুখ না খুললেও চলতি বছরেই যে বিয়ে করবেন তা স্বীকার করেছেন শহীদ। গত বছর করণ জোহরের অনুষ্ঠানে ৩৪ বছর বয়সী এই অভিনেতা জানান, কোনো তারকার সঙ্গে ঘর বাঁধবেন না তিনি। তার বাবা অভিনেতা-নির্মাতা পঙ্কজ কাপুর অনেকদিন ধরে মীরার পরিবারকে চেনেন। সেই সূত্রেই এই বিয়ের আয়োজন।

শহীদের প্রাক্তন প্রেমিকা ছিলেন কারিনা কাপুর খান। এরপর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কিছুদিন প্রেম করেছেন তিনি। অন্যদিকে স্কুলজীবনে আদিত্য লাল নামের এক তরুণের সঙ্গে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক ছিলো মীরার।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।