ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জার্মানি ও সুইজারল্যান্ডে মাইলস ও মুন্নি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
জার্মানি ও সুইজারল্যান্ডে মাইলস ও মুন্নি ব্যান্ড মাইলসের সদস্যরা ও দিনাত জাহান মুন্নি

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের সদস্যরা ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

মুন্নি এখন কানাডার এডমন্টন, মন্ট্রিল ও টরন্টোতে গান গাইছেন।

ব্যস্ততার ফাঁকে তিনি বাংলানিউজকে কনসার্ট দুটির খবর জানিয়েছেন।

জানা গেছে, ১৬ মে জার্মানির ফ্রাঙ্কফোর্টে আর ২৪ মে সুইজারল্যান্ডের জুরিখে কনসার্ট দুটি হবে। দুটোই বৈশাখী মেলার আয়োজন। তারা ঢাকায় ফিরবেন ২৫ মে। মাইলস ও মুন্নির সঙ্গে এই সফরে থাকছেন পার্থ প্রতিম বাপ্পী (কিবোর্ড) এবং মানিক (ড্রামস)।  

 

বাংলাদেশ সময় : ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।