ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়াকে আরমানির আমন্ত্রণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ঐশ্বরিয়াকে আরমানির আমন্ত্রণ ঐশ্বরিয়া রাই বচ্চন

২০১০ সালে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ইতালির মিলানে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ওইবার জিওর্জিও আরমানির ফ্যাশন শোতে দেখা গেছে তাকে।

  এবার নিজের প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে ৮০ বছর বয়সী আরমানি আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে।

গত ২৯ এপ্রিল বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিখ্যাত তারকাদের পাশাপাশি বিশেষ পার্টিতে অংশ নেন ঐশ্বরিয়া। আজ ৩০ এপ্রিল আরমানিকে উৎসর্গ করে গড়া জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন। এখানে থাকবে ফ্যাশন শো এবং নৈশভোজ।

ইতালি থেকে ফিরে আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্স যাবেন ঐশ্বরিয়া। তিনি এখন সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ ছবিতে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী ইরফান খান ও শাবানা আজমি। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।