ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রানীর নামে সব অ্যাকাউন্টই ভুয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ১, ২০১৫
রানীর নামে সব অ্যাকাউন্টই ভুয়া! রানী মুখার্জি

সামাজিক যোগাযোগের মাধ্যমে রানী মুখার্জির নামে অনেক পেজ আছে। কিন্তু সেগুলোর একটিও আসল নয় বলে নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।

জাল অ্যাকাউন্টগুলো থেকে সাবধানে থাকার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে না থাকার বিষয়টি নিজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এক বিবৃতিতে একাধিকবার পুনরাবৃত্তি করেছেন রানী। তিনি আরও জানান, আগে কখনও তিনি তা ব্যবহার করেননি। তার নামে কিছু ছদ্মবেশি মানুষ বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করছে। তাই এগুলোকে এড়িয়ে চলার অনুরোধ করেন ৩৭ বছর বয়সী এই তারকা।

রানী সর্বশেষ গত বছর যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মারদানি’ ছবিতে অভিনয় করেন। প্রদীপ সরকারের পরিচালনায় এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। আদিত্য চোপড়াকে বিয়ের পর এটাই ছিলো তার প্রথম কাজ।

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, মে ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।