ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১৪ বছর প্রেমের পর বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ১, ২০১৫
১৪ বছর প্রেমের পর বিয়ে অ্যামি অ্যাডামস

১৪ বছর ধরে প্রেম করছেন অ্যামি অ্যাডামস। প্রেমিক অভিনেতা ড্যারেন লা গালোর সঙ্গে ২০০৮ সালে বাগদান হয় তার।

কিন্তু বিয়েটা হয়ে হয়ে করেও হয়ে উঠছিলো না। অবশেষে বিয়ে করতে যাচ্ছেন দু’জনে। চলতি সপ্তাহের শেষেই লস অ্যাঞ্জেলেসে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে আমন্ত্রণ জানানো হবে অল্প কয়েকজনকে।

জানা গেছে, অনেকদিন ধরেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছিলেণ অ্যামি ও ড্যারেন। কিন্তু কাজের চাপে অ্যামি সময় বের করতে পারছিলেন না। এবার কাজ থেকে খানিকটা বিরতি নিয়ে বিয়ের পরিকল্পনা করলেন ৪০ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

২০০২ সালে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ ছবির অভিনয়ের ক্লাসে অ্যামি ও ড্যারেনের প্রথম পরিচয় হয়েছিলো। তাদের ভালোবাসার ফসল হিসেবে জন্মেছে এক কন্যাসন্তান। ওর বয়স পাঁচ মাস, নাম আভিয়ানা। তারা থাকেন বেভারলি হিলসে। ‘আমেরিকান হাসল’, ‘বিগ আইস’ ও ‘ম্যান অব স্টিল’ ছবির তারকা অ্যামি অস্কারে পাঁচবার মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।