ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শিরিন শীলার ‘এক মিনিট’ ও ‘জ্বালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ১, ২০১৫
শিরিন শীলার ‘এক মিনিট’ ও ‘জ্বালা’ শিরিন শীলা

নতুন দুটি ছবি হাতে পেলেন চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী শিরিন শীলা। এর মধ্যে রাজু চৌধুরীর ‘এক মিনিট’-এর কাজ চলছে।

এ ছাড়া জাকির হোসেন রাজুর ‘জ্বালা’য় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শীলা বাংলানিউজকে জানান, ‘দুটি দুই রকম ছবি। এগুলোর চরিত্র খুব ভালো লেগেছে। ’

‘হিটম্যান’ ছবির মাধ্যমে শিরিন শীলার অভিষেক হয় বড় পর্দায়। এরপর মুক্তি পেয়েছে ‘ক্ষণিকের ভালোবাসা’। সামনে মুক্তি পাবে শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’। এ ছাড়া একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

এদিকে আরটিভির ‘এক্সট্রা অর্ডিনারি ব্রাইডাল’ অনুষ্ঠানের এবারের অতিথি শিরিন শীলা। এটি প্রচার হবে ২ মে।

বাংলাদেশ সময় :  ঘণ্টা, মে ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।