ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গাইতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যাওয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ২, ২০১৫
গাইতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যাওয়া ব্রিটনি স্পিয়ার্স

গান গাইতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যাওয়ার হিড়িক পড়ে গেছে পশ্চিমে! ম্যাডোনা ও আরিয়ানা গ্র্যান্ড ভারসাম্য বজায় রাখতে না পেরে নিচে পড়ে গিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার মঞ্চের ওপরেই দুম করে পড়ে গেলেন আরেক বিখ্যাত গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।

গোড়ালিতে চোট পাওয়ায় পড়ে যান ৩৩ বছর বয়সী এই মার্কিন তারকা।

যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে গত ২৯ এপ্রিল ‘ব্রিটনি: পিস অব মি’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন ব্রিটনি। তার পড়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করেছে অসংখ্য ভক্ত। এজন্য তাদের প্রশংসা করেছেন ব্রিটনি। টুইটারে তিনি লিখেছেন, ‘মিষ্টি শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। গোড়ালিতে চোট পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। তবে এখন ভালো আছি। ’

ভালো থাকলেও চলতি সপ্তাহের নির্ধারিত দুটি অনুষ্ঠান বাতিল করেছেন ব্রিটনি। চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এবারই প্রথম নয়, গত মার্চে টানা অনেকক্ষণ সংগীত পরিবেশনের সময় পড়ে গিয়েছিলেন তিনি।

এদিকে নিজের মোবাইল গেমস বাজারে এনেছেন ব্রিটনি স্পিয়ার্স। এটি তৈরি করেছে গ্লু মোবাইল।

* ব্রিটনি স্পিয়ার্সের পড়ে যাওয়ার ভিডিও :


বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, মে ২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।