ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ১২ ঘণ্টা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২, ২০১৫
ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ১২ ঘণ্টা ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর

‘ফিতুর’ ছবিতে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। চিত্রনাট্যের প্রয়োজনে তাদেরকে কাজ করতে হচ্ছে ঘনিষ্ঠ দৃশ্যে।

কিছুদিন আগে কাশ্মিরে এক সেতুর ওপর চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন তারা। এবার দু’জনে অন্তরঙ্গ দৃশ্যের কাজ করলেন ফিল্ম সিটিতে। কিন্তু এজন্য তাদের লেগেছে ১২ ঘণ্টা!

জানা গেছে, চুম্বনে ভরা প্রেমময় দৃশ্যটি স্বতস্ফূর্তভাবে ফুটিয়ে তোলার আগে ৩১ বছর বয়সী ক্যাটরিনা ও ২৯ বছর বয়সী আদিত্য চার ঘণ্টা মহড়া করেছেন। দিনের শেষে দু’জনই ক্লান্ত হয়ে পড়েন। এখানেই শেষ নয়, আগামীতে ছবিটির জন্য আরও চুম্বন দৃশ্যে কাজ করতে হবে তাদেরকে!

চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে আরও অভিনয় করছেন রেখা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।