ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে জাহিদ, রিয়াজ ও সজলের সঙ্গে নিপুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ২, ২০১৫
ঈদে জাহিদ, রিয়াজ ও সজলের সঙ্গে নিপুণ (বাঁ থেকে) জাহিদ হাসান, রিয়াজ, নিপুণ ও সজল

এবারের রোজার ঈদে ছোট পর্দার জন্য কয়েকটি কাজ করছেন নিপুণ। এগুলোতে তার সহশিল্পী জাহিদ হাসান, রিয়াজ ও সজল।

 

 

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘ফরমাল-ইন’ নাটকের নতুন কিস্তিতে নিপুণ কাজ করেছেন জাহিদের সঙ্গে। এরই মধ্যে তিন দিনের দৃশ্যায়ন হয়েছে। আর একদিনের কাজ বাকি আছে।  

 

রিয়াজের সঙ্গে নিপুণ অভিনয় করবেন ‘বিবাহসংক্রান্ত’ নামের একটি নাটকে। এর চিত্রায়ন হবে শিগগিরই। গত ঈদে রিয়াজের সঙ্গে তিনটি নাটকে দেখা গেছে তাকে।  

এদিকে সজলকে নিয়ে নিপুণ কাজ করেছেন ‘বউ শাশুড়ি জিন্দাবাদ’ নাটকে। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। ২৪ ও ২৫ এপ্রিল উত্তরায় এর দৃশ্যায়ন হয়েছে। এতে আরও আছেন শামস সুমন, রাশেদ মামুন অপু ও রোমানা স্বর্ণা। এটি প্রচার হবে চ্যানেল আইতে।  

 

ঈদের কাজগুলো নিয়ে নিপুণ বললেন, ‘যে কয়টি কাজ করেছি তাতে আমি সন্তুষ্ট। তবে এখনও চিত্রনাট্য আসছে। কিন্তু সেগুলোর একটাও করবো না। ’

 

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, মে ২, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।