ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবরাম কি দেখতে শাহরুখের মতো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ২, ২০১৫
আবরাম কি দেখতে শাহরুখের মতো? শাহরুখ খান ও আবরাম খান

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরাম কি দেখতে বাবার মতো? কেউ কেউ তা মনে করেন, আবার অনেকে তেমন একটা মিল খুঁজে পান না। তাই নিজের শৈশবের একটি ছবির সঙ্গে আবরামের ছবি জোড়া লাগিয়ে টুইটারে দিয়েছেন তিনি।

এটি ইতিমধ্যে ৮৫৯বার রিটুইট করা হয়েছে। আর এটি পছন্দ করেছেন ১ হাজার ৪৩৭ জন।

বোন শাহনাজের কাছে শাহরুখ জানতে চেয়েছিলেন তার সঙ্গে আবরামের সাদৃশ্য আছে কি-না। শাহনাজ শুরুতে রসিকতা করে বলেন, ছোট্ট শাহরুখকেই বেশি সুদর্শন লাগছে! অবশ্য ভক্তদের অনেকে মন্তব্য করেছে, আবরামই শাহরুখের সত্যিকারর প্রতিলিপি। একজন তো একধাপ এগিয়ে বলেছে, শাহরুখের কার্বন কপি হলো আবরাম!

আবরামের বয়স এখন ২৩ মাস। আর কিছুদিন পর ৫০তম জন্মদিনের কেক কাটবেন শাহরুখ। তার ও গৌরি দম্পতির আরও দুই সন্তান (আরিয়ান ও সুহানা) আছে। শাহরুখ এখন রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ (কাজল)এবং মনীষ শর্মা পরিচালিত ফ্যান’ (ইলিয়ানা ডি’ক্রুজ, বাণী কাপুর) ও ‘রায়ীস’ (মাহিরা খান) ছবি দুটির কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।