ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রুবেলের বিয়ের খবরে হ্যাপির খোলা চিঠি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ৩, ২০১৫
রুবেলের বিয়ের খবরে হ্যাপির খোলা চিঠি নাজনীন আক্তার হ্যাপি

বিয়ে করলে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নেবেন নাজনীন আক্তার হ্যাপি। এমনটিই কথা ছিলো।

কিন্তু তা আর হয়নি। তার বদলে হ্যাপির মামলায় ডিএনএ পরীক্ষা করার অনুমতি, ফরেনসিকে প্রমাণ না মেলার পরে হ্যাপির রিটসহ নানা বিষয়ে খবরের শিরোনামে আছেন তারা। নতুন খবর হলো- বিয়ে করতে যাচ্ছেন জাতীয় দলের পেস বোলার রুবেল। তবে হ্যাপিকে নয়, পাত্রী বাগেরহাটের মুনীগঞ্জের। এ খবর জানার পর হ্যাপি মিডিয়াকে একটি খোলা চিঠি দিয়েছেন।

এই চিঠিটি বাংলানিউজের পাঠকদের জন্য ত‍ুলে ধরা হলো:

খোলা চিঠি (শতভাগ নিশ্চিত হয়ে)
রুবেল,

Happy_01আমি জানি আপনি খুবই ভালো আছেন। থাকাটাই মনে হয় সাধারণ ব্যাপার। আপনার মত মানুষ সবসময় ভালোই থাকে। আপনার আংটি বদল হয়েছে আমি আগেই জেনেছি। পাকিস্তান সিরিজ এর পর বিয়ে করছেন তা-ও জানি। যাকে বিয়ে করছেন তার বিষয়ে আপনি অবশ্যই অবগত আমিও অবগত আছি। তার নাম দোলা। বাগেরহাট এর মুন্সিগজ বাড়ি। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দু’বার জেএসসিতে ফেল। পাশ করতে পারছে না। বাগেরহাটে তার অনেক সুনাম বিশেষ করে ইয়াং ছেলেদের কাছে এক নামে পরিচিত । কারন অনেক ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কারনে। দেখতে নাকি ভালো! এখন একটা কথা বলতে ইচ্ছা করছে, মাকাল ফল দেখার সাধ মিটেছে আমার । তবে একটা কথা আল্লাহ মানুষকে ভাল সময় এবং অর্থ দিয়ে পরখ করেন। হয়তো বা এটা আপনার বোধশক্তির বাইরে। সব মানুষই তার কর্মফল ভোগ করবে। মনে রাখবেন আপনিও মানুষ এবং অবশ্যই আপনি এই নিয়মের বাইরে না। আপনার জীবনে হয়তো আরো অনেক ভাল সময় আসবে হয়তো নিজের অন্যায়গুলোও ভূুলে যাবেন। ওপরে একজন আছেন তিনি কিছুই ভুলবেন না। আমার সাথে এত বড় অন্যায় আল্লাহ তায়ালা কিছুতেই সহ্য করবে না। আমিও দেখব আমার জিবনটা শেষ করে কতদিন ভালো থাকতে পারেন।

মানুষের শরীরের কেটে যখম হলে আমরা দেখতে পারি কিন্তু ভেতরের খবর কেউ জানতে পারি না। আমার ভেতরটা আপনি একদম শেষ করে দিয়েছেন। আমি কাঁদলে চোখ থেকে শুধু পানি বের হয় না আমার হৃদয় যখম হওয়ার রক্ত বের হয়। যা কাউকে দেখাতে পারি না । একটা মানুষ কথা বললে, হেঁটে বেড়ালেই বেঁচে থাকা বলে না। আমাকে অনেক আগেই নিজ হাতে খুন করেছেন। আমি শুধু আল্লাহকে বলি তিনি যেন এই অন্যায় সহ্য না করে। আপনি আপনার বউকে নিয়ে কোন বাসায় থাকবেন! যে বাসার সবগুলো দেয়াল,আসবাবপত্র আমার ছোঁয়াতে অভ্যস্ত। আপনি কোন হাতে কারও হাত ধরবেন? যে হাত আমার হাত ছাড়া কিছু বুঝতো না! যে বুকে মাথা রাখার জায়গাটা শুধু আমার সেই জায়গাতে অন্য কেউ! বাহ! রুবেল বাহ! এতো ভালো অভিনেতা দুনিয়া আর পাবে না। আল্লাহ এখনো কেন চুপ করে আছে? মনে রেখো আমার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি তোমার বিচার তুমি পেয়ে যাবে। ইনশাআল্লাহ! একটা মানুষের জীবন নিয়ে খেলে তুমি ভাল থাকতে পারবে না। আমার চোখের পানির মূল্য তোমাকে দিতেই হবে।

ইতি
হ্যাপি

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।