ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মোশাররফের সাথে অর্ষার ছয় খন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ৩, ২০১৫
মোশাররফের সাথে অর্ষার ছয় খন্ড মোশাররফ করিম ও অর্ষা

মোশাররফ করিমের সাথে অর্ষা এর আগে ‘সিমিলার টু’, ‘চা অথবা কফি’ ও ‘সেই রকম চা খোর’ নামের খন্ড  নাটকগুলোতে অভিনয় করেছেন। তবে এবারের ঈদের জন্য ছয় খন্ডের নাটকে প্রথমবার কাজ করছেন।

এর নাম ‘খায়েস’। কাজী শাহীদুল ইসলামের রচনায় এটি পরিচালনা করছেন সকাল আহমেদ।

৩ মে থেকে পুবাইলের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, আরফান আহমেদ প্রমুখ।

নাটকটি নিয়ে অর্ষা বাংলানিউজকে বলেন, ‘মোশাররফ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা সত্যিই ভিন্ন। এর আগের কাজগুলোও দর্শক পছন্দ করেছে। এ নাটকে আমার চরিত্রের নাম ময়না। কাহিনীতে দেখা যাবে, আমি মোশাররফ ভাইকে অনেক ভালোবাসি এবং ফজলুর রহমান বাবু আমার বাবার চরিত্রে অভিনয় করছেন। আশা করছি, ছয় খন্ডের এ নাটকটিও দর্শকরা পছন্দ করবেন। ’

মোশাররফ করিম বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম থাকছে একরাম। প্রথমে নেতিবাচক চরিত্রে দেখা গেলেও আমাকে দর্শকরা নাটকের শেষে ভিন্ন রুপে দেখতে পাবেন। ’

ঈদে মাছরাঙ্গা টেলিভিশনের জন্য ছয় খন্ডের এ নাটকটি নির্মাণ করছেন বলে জানান নির্মাতা সকাল আহমেদ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।