ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সামিনা চৌধুরীর সাথে ইমরানের প্রথম গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ৩, ২০১৫
সামিনা চৌধুরীর সাথে ইমরানের প্রথম গান ‘জ্বালা’ ছবির গানের রেকর্ডিং এর সময় সামিনা চৌধুরীর সাথে ইমরান

সামিনা চৌধুরী চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অন্যদিকে ইমরানও নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী।

এবার তারা দুজন একসাথে ‘জ্বালা’ নামে একটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ গানটির সম্প্রতি রেকর্ড এর কাজ সম্পন্ন হয়েছে।

গানটির কথা হচ্ছে ‘বাতাসের মতো আছি পাশে পাশে/বুকের ভেতরে আছি অন্তরে প্রতি নি:শ্বাসে’। জাকির হোসেন রাজুর কথায় এ গানটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

গানটি নিয়ে ইমরান বাংলানিউজকে বলেন, ‘প্রথমবার সামিনা আপার সাথে কাজ করা হলো। এটা একটা অদ্ভুত অনুভূতি। আমার বিশ্বাস, গানটি শ্রোতারা পছন্দ করবেন। ’

জাকির হোসেন রাজুর ‘জ্বালা’ ছবিতে এই গানে ঠোঁট মিলাবেন নবাগত নায়িকা শিরিন শিলা ও আসিফ নূর।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।