ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তিন মিনিট পরপরই খান দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
তিন মিনিট পরপরই খান দীপিকা! দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের মতো তন্বী সুন্দরী আর ক’জনইবা আছেন বলিউডে! অনেকে ধরেই নেন, হালকা আর দৃষ্টিনন্দন শারীরিক গড়ন ধরে রাখতে ডায়েট করেন তিনি। না, এটা ভুল।

ডায়েট তো করেনই না, উল্টো তিন মিনিট পরপর কিছু না কিছু মুখে দেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।  

 

দীপিকা সম্প্রতি অভিনয় করেছেন ‘পিকু’ ছবিতে। এতে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে। কিংবদন্তি এই অভিনেতাই দীপিকার ভোজনরসিকতার কথা ফাঁস করেছেন। বিগ বি জানান, দৃশ্যধারণের ফাঁকে তিন মিনিট পরপর মচমচে খাবার খেতেন দীপিকা। অনেক সময় তাতে ভাগ বসাতেন ৭২ বছর বয়সী এই অভিনেতা।  

 

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ মুক্তি পাবে আগামী ৮ মে। এতে আরও অভিনয় করেছেন ইরফান খান, যীশু সেনগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায়।  

 

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ৪, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।