ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে সাইফ আলি খান, কারিনা কাপুর খান ও শহীদ কাপুর

কয়েকদিন পরেই দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন শহীদ কাপুর। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এরইমধ্যে।



শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা। খবরে শিরোনামে কিছুদিন আগেই এসেছিলো, নিজের বিয়ের খবর সবার আগে তাকেই জানিয়েছিলেন শহীদ। কারিনা কাপুর খানও উত্তর পাঠিয়েছিলেন, দাওয়াত পেলে অবশ্যই শহীদের বিয়েতে যাবেন তিনি।

শহীদ তাই করলেন। নিজের বিয়ের প্রথম নিন্ত্রণপত্র পাঠালেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে।

এছাড়া বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রঙ্গন’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলী খান ও শহীদ কাপুর।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।